গাজীপুর, ৯ নভেম্বর ২০২৫
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ফ্লাইওভারের নিচে রাস্তার পাশে অজ্ঞাত এক যুবকের ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দেখা যায় যুবকের ম*রদেহ রাস্তায় পড়ে আছে, শরীরে আ*ঘাতের চিহ্ন এবং রক্ত লেগে রয়েছে।
ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবকটিকে অন্য কোথাও হ*ত্যা করে মরদেহটি এখানে ফেলে দেওয়া হয়েছে। মৃ*তদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ নি*হতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে