🕘 তারিখ: ৯ অক্টোবর ২০২৫
ফিলিস্তিনের সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। মিসরের মধ্যস্থতায় চলা আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে।
হামাস বলছে, এই চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েলি সেনারা গাজা থেকে চলে যাবে, মানুষ জরুরি সাহায্য পাবে এবং বন্দী বিনিময়ের সুযোগ তৈরি হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, হামাস ও ইসরায়েল তাঁর দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে রাজি হয়েছে। তিনি একে “বিশ্বের জন্য আনন্দের দিন” বলে উল্লেখ করেন।
হামাস আরও জানিয়েছে, তারা ইসরায়েলের জেলে থাকা ফিলিস্তিনি বন্দীদের একটি তালিকা ইসরায়েলি কর্তৃপক্ষকে দিয়েছে। এই তালিকা এখন অনুমোদনের জন্য অপেক্ষা করছে। অনুমোদন মিললেই তা প্রকাশ করা হবে।
হামাস দাবি করেছে, ট্রাম্প যেন ইসরায়েলকে চুক্তি মেনে চলতে বাধ্য করেন এবং যাতে তারা সময়ক্ষেপণ বা ফাঁকি দিতে না পারে, সে বিষয়েও নজর দেন।
এই চুক্তিকে অনেকেই শান্তির পথে এক বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে বাস্তবেই যুদ্ধ থেমে যাবে কি না, তা সময়ই বলে দেবে।