জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন–সংক্রান্ত গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তুলতে দেশের সব ব্যাংককে সক্রিয়ভাবে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল ব্যবহার করে প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হবে।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে এই গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা বাড়াতে ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রতিটি ব্যাংক শাখায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে অন্তত দুটি করে ব্যানার টাঙানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, ব্যাংকগুলো শুধু ব্যানার প্রদর্শনেই সীমাবদ্ধ থাকবে না, গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করা বিভিন্ন সংস্থা ও সংগঠনকেও সিএসআর তহবিল থেকে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারমুখী সরকার হওয়ায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জনগণের সমর্থন আদায় করা জরুরি। দেশের বৃহত্তর স্বার্থে ব্যাংক খাত এই উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।
বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত সাম্প্রতিক ‘ব্যাংকার্স সভা’য় গভর্নর আহসান এইচ মনসুর নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আর্থিক খাতের দায়িত্ব ও ভূমিকার বিষয়টি তুলে ধরেন। বৈঠকে গণভোটের সম্ভাব্য প্রভাব জনগণের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও গুরুত্ব পায়।
এদিকে নির্বাচন ও গণভোট সামনে রেখে আর্থিক লেনদেনের ওপর নজরদারি জোরদার করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ১০ লাখ টাকার বেশি লেনদেনের তথ্য এখন মাসিকের পরিবর্তে সাপ্তাহিক ভিত্তিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচনী সময়ে অবৈধ অর্থের ব্যবহার রোধ করা যায়।
এর আগে ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং ব্যাংক মালিকদের সংগঠনগুলোর কাছে পাঠানো চিঠিতে গণভোটের পক্ষে ব্যাপক প্রচারণার আহ্বান জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শাখাগুলোতে দৃশ্যমান স্থানে ব্যানার প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা সম্ভব হবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে