খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষিপ্রযুক্তি স্কুলের কীটতত্ত্ব বিভাগে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন আগ্রহী শিক্ষার্থীরা। ‘হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (HEAT)’ প্রকল্পের আওতায় পরিচালিত একটি উপপ্রকল্পে এমএস ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের প্রতি মাসে নির্ধারিত হারে ফেলোশিপ প্রদান করা হবে।
সুবিধাসমূহ:
১। এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীদের মাসিক ফেলোশিপ।
২। সুসজ্জিত ও আধুনিক ল্যাবরেটরি সুবিধা।
৩। জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চলে মাঠপর্যায়ে গবেষণার সুযোগ।
বৈজ্ঞানিক গবেষণা প্রকাশ, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষিপ্রযুক্তি স্কুলের কীটতত্ত্ব বিভাগ থেকে জানা যাবে।