বাংলাদেশের বিপক্ষে দল কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিতে পারেনি—হারের পর এমনটাই মনে করেন ভারতের কোচ খালিদ জামিল।
মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ফিরতি লেগে ১–০ গোলে বাংলাদেশের কাছে হারে ভারত। ম্যাচের দ্বাদশ মিনিটে একমাত্র গোলটি করেন শেখ মোরসালিন। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশ ভারতের বিপক্ষে জয় পেল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্বভাবসুলভ ছোট ছোট বাক্যে প্রতিক্রিয়া দেন খালিদ জামিল। তার কণ্ঠে স্পষ্ট হতাশা—
“আমরা হেরেছি—এটা খুবই খারাপ, খুবই খারাপ।”
দলের পারফরম্যান্স নিয়ে তিনি আরও বলেন,
“না, না… দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাওয়া যায়। আমাদেরও ৩ পয়েন্ট পেতে খুবই কঠোর পরিশ্রম করতে হতো।”
ম্যাচে ভারত কিছু সুযোগ পেলেও বাংলাদেশের ডিফেন্স বিশেষ করে হামজা চৌধুরী ছিলেন দারুণ। প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট হেড করে ক্লিয়ার করে দলকে বাঁচান তিনি। তবে কেবল হামজার নয়, বাংলাদেশের পুরো দলেরই প্রশংসা করলেন ভারত কোচ—
“আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো—শুধু হামজা নয়।”
ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মনের একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়ায়, কিছুটা ধাক্কাধাক্কিও হয়। রেফারি তপু ও নারাভি নিখিল প্রভুকে হলুদ কার্ড দেখান। বিষয়টি স্বাভাবিকভাবেই দেখলেন খালিদ—
“ফুটবলে এমনটা হয়। কখনো শারীরিক, কখনো অন্যরকম—ফুটবল এমনই একটি খেলা।”
বাংলাদেশ কোচ ম্যাচ শেষে পুরো দলের প্রশংসা করেন এবং জানান, “এ জয় অবশ্যই আমার কোচিং ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য।”
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে