বিশেষ প্রতিবেদক, ঢাকা
ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের প্রস্তাব ঘিরে উত্তেজনার মধ্যে ছাত্র মারধর ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে আজ সারাদেশে কর্মবিরতি পালন করেছেন সরকারি কলেজশিক্ষকেরা। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা এ কর্মসূচিতে অংশ নেন। এতে সারা দেশের সরকারি কলেজ, সরকারি মাদ্রাসা ও সংশ্লিষ্ট অফিসগুলোতে কোনো ধরনের ক্লাস কার্যক্রম হয়নি।
ঢাকা কলেজে কর্মবিরতির অংশ হিসেবে শিক্ষকরা ক্লাস না নিয়ে শিক্ষক লাউঞ্জে অবস্থান করেন এবং কলেজ চত্বরে প্রতিবাদ জানান। শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস হোসেনও অংশ নেন। কলেজের শহীদ মিনারের সামনেও শিক্ষকরা কিছু সময় অবস্থান করেন।
অন্যদিকে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে সংহতি জানান। তাঁরা কলেজগুলোর স্বতন্ত্রতা বজায় রাখার দাবিতে মিছিল করেন।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের ব্লকেড কর্মসূচি প্রত্যাহারে রাজি করান। পরে শিক্ষার্থীরা মিছিলসহ নিউমার্কেটের দিকে চলে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের পক্ষে ও বিপক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থী ও শিক্ষকদের পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যেই গতকাল সোমবার ঢাকা কলেজে উত্তেজনা দেখা দেয়। অভিযোগ আছে, ইতিহাস বিভাগের এক সহযোগী অধ্যাপককে হেনস্তা করা হয় এবং উচ্চমাধ্যমিক শ্রেণির এক শিক্ষার্থীকে মারধর করা হয়। পাশাপাশি, কলেজের শিক্ষক লাউঞ্জেও ভাঙচুরের ঘটনা ঘটে।
অন্য পক্ষের অভিযোগ, স্নাতক (সম্মান) শ্রেণির এক শিক্ষার্থীর ওপর হাত তোলা হয় এবং এক শিক্ষার্থীর পা ভেঙে যায়।
এ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের (মঙ্গলবার) নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করেছে।