“কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব দুই পরিবার”


যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই যুবক কানাডায় পাঠানোর নাম করে প্রতারণার শিকার হয়েছেন। লোভনীয় চাকরির আশ্বাসে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করেছে নাসির উদ্দিন আলতাফ ও তার স্ত্রী শাহানাজ বেগম।

প্রথমে ভুক্তভোগীদের হাতে ও ব্যাংক অ্যাকাউন্টে নেওয়া হয় ৩৮ লাখ টাকা। পরে হোটেলে আটকে রেখে প্রতিটি পরিবার থেকে অতিরিক্ত এক লাখ টাকা করে নেয়া হয়। ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়া হয় ভুয়া কানাডার ভিসা, যা অনলাইনে যাচাই-বাছাই করে জানা গেছে অবৈধ।

ভুক্তভোগীরা হলেন— আবু সায়েমের ছেলে আলসাবা রাতুল এবং হাবিবুর রহমানের ছেলে শাকিল হোসেন। জমি-জায়গা বিক্রি করে, ঋণ নিয়ে তারা প্রতারণার শিকার হয়েছেন এবং বর্তমানে নিঃস্ব অবস্থায় বিচার আশা করে পথে পথে ঘুরছেন।

ভুক্তভোগী আলসাবা রাতুল বলেন, “দালাল আমাকে নেপালে নিয়ে যায় এবং সেখানে ভুয়া এম্বাসি বানিয়ে ইন্টারভিউ নেন। পরে আমাদের দেশে পাঠিয়ে দিয়ে পাসপোর্টে ভুয়া ভিসা দেন।”

আলসাবার বাবা আবু সায়েম জানান, “জমি বন্ধক ও ধানের উপরে সুদ করে ১৯ লাখ টাকা দিয়েছি। আজ আমি নিঃস্ব, বছরে পাঁচ লাখ টাকা সুদ দিতে হচ্ছে।”

শাকিল হোসেনের বাবা হাবিবুর রহমান বলেন, “নাসির উদ্দিন আলতাফ আমার আপন ফুফাতো ভাই। চাকরির লোভ দেখিয়ে আমার সম্পদ হাতিয়ে নিল।”

অভিযুক্ত নাসির উদ্দিন আলতাফ দাবি করেছেন, “ভিসা ভুয়া ছিল না, তারা পড়াশোনা জানে না, অনলাইনে যাচাই করলে বোঝা যায় না।”

ঝিকরগাছা থানার ওসি নূর মোহাম্মদ গাজী জানান, “কানাডায় পাঠানোর নামে ভুয়া ভিসা দেওয়ার অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত শুরু করেছি। সহজ সরল মানুষকে টার্গেট করে মানব পাচার চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।”

Check Also

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মানব পাচারকারীসহ ৪ জন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ-ভারত সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। তাদের সহায়তার অভিযোগে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।