কর্ণফুলী টানেল ঘিরে জমজমাট ‘চায়না রোড’

কর্ণফুলী টানেল চালুর পর চট্টগ্রামের আনোয়ারার বৈরাগ এলাকার দৃশ্যপট বদলে গেছে। বিশেষ করে টানেল সংযোগ সড়কের পাশে গড়ে ওঠা ‘চায়না রোড’ এখন সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে। এখানে মানুষজন আড্ডা দিচ্ছে, খাবার খাচ্ছে, সেলফি তুলছে ও ঘুরে বেড়াচ্ছে।

প্রতিদিন বিকেল থেকে রাতে পর্যন্ত মানুষজনের সমাগম বেড়ে যায়। শহর থেকে টানেল দেখতে আসা দর্শক, পরিবারসহ ঘুরতে আসা মানুষ, বাইকারদের গ্রুপ—সব মিলিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত দৈনিক চার থেকে পাঁচ হাজার টাকার বিক্রি হয়, বৃহস্পতিবার ও শুক্রবার এর পরিমাণ আরও বেশি।

ফুচকা বিক্রেতা মোহাম্মদ আইয়ুব বলেন, ‘বিকেল থেকে প্রচুর মানুষ এখানে আসেন। বিক্রি রাত পর্যন্ত চলে।’ সড়কের পাশে গড়ে ওঠা রেস্তোরাঁ ও খাবারের দোকানে পেঁয়াজু, ফুচকা, চটপটি, চিকেন সমুচা, রোল, চা-কফি থেকে বিরিয়ানি, চায়নিজ ও ভারতীয় খাবার পাওয়া যাচ্ছে।

দর্শনার্থীরা জানান, টানেলের আলো পেছনে রেখে ছবি তোলা, সড়কের চিত্র উপভোগ করা এবং খাবার খাওয়াকে তারা আনন্দের সঙ্গে মেলাচ্ছেন। সৌদি প্রবাসী রিজওয়ান সোহেল বলেন, ‘ছুটিতে বাড়িতে এসেছি। স্ত্রী-সন্তান নিয়ে টানেল সড়ক ঘুরতে এসেছি। খাবারের দোকান থাকায় থেমে ছবি তুলছি। সব মিলিয়ে অনেক সুন্দর লাগছে।’

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার জানান, দর্শনার্থী বাড়ার কারণে স্থানীয়ভাবে খাবারের দোকান গড়ে উঠেছে। সুবিধার জন্য শেডসহ আরও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

Check Also

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুই ম*রদেহ উদ্ধার, এক জন গ্রে*প্তার

ঢাকার সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।