নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তারিখ: ১৬ অক্টোবর ২০২৫
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত কাদেরসহ দলটির অঙ্গসংগঠনের ৯ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপি জানায়, গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ৯ জনকে আটক করা হয়। তাদের মধ্যে শাহাদাত কাদের ছাড়াও যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মী রয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,
“এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে।”
গ্রেপ্তারের কারণ, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ বা মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।