এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়ে উল্লাসে ভাসছে বাংলাদেশ দল। আর এই জয়ের উত্তেজনার মধ্যেই নিজের অনুভূতি প্রকাশ করলেন জাতীয় দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।
ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামজা বলেন,
“ভারতের বিপক্ষে জয় আমার ক্যারিয়ারের সেরা মুহূর্তগুলোর একটি। বাংলাদেশ দলের হয়ে এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচ জেতা—এটা ভাষায় প্রকাশ করার মতো নয়।”
মধ্যমাঠে দাপুটে পারফরম্যান্স দিয়ে পুরো ম্যাচজুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখেন তিনি। ট্যাকল, পাসিং, গতি—সব মিলিয়ে হামজা ছিলেন দলের ছন্দের কেন্দ্রবিন্দু। তিনি বলেন,
“এটা শুধুই আমার নয়, পুরো দলের জয়। আমরা সবাই বিশ্বাস নিয়ে খেলেছি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেই এই ফল এনে দিতে পেরেছি।”
হামজা আরও যোগ করেন,
“বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমর্থকদের আশা—সবকিছুই আমাদের প্রেরণা দিয়েছে। ভারতের মতো প্রতিপক্ষকে হারানো পুরো জাতির গর্বের মুহূর্ত।”
জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ফুটবলপ্রেমীরা মনে করছেন—এই ম্যাচ বাংলাদেশ ফুটবলের নতুন এক আত্মবিশ্বাস তৈরি করবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতের বিপক্ষে এই জয় শুধু তিন পয়েন্ট নয়, বরং বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলে দিল।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে