নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশের মানুষ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বোঝে না এবং কোনোভাবেই এটি গ্রহণ করবে না। তাঁর অভিযোগ, একটি রাজনৈতিক দল উদ্দেশ্যমূলকভাবে এই পদ্ধতির পক্ষে আন্দোলন করে নির্বাচন বিলম্বিত করতে চাইছে।
আজ রোববার ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডেমোক্রেটিক লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মণির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ।
মির্জা ফখরুল বলেন, “চাপিয়ে দেওয়া কোনো কিছুই এই দেশের মানুষ মেনে নেয় না। পিআর নিয়ে যারা বলছে, তারা নিজেরাই জানে না এটা কীভাবে কাজ করে। এমনকি অনেক সংসদ সদস্যও এর সঠিক ব্যাখ্যা জানেন না।” তিনি আরও বলেন, এই পদ্ধতির কথা সংস্কার কমিশনও প্রস্তাব করেনি।
বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে ফখরুল বলেন, “গত ১৫ বছর ধরে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। এখন ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ এসেছে।” তিনি দাবি করেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে, আর দলটির জন্মই হয়েছে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিতে।
সরকার ঘোষিত সময় অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন দেখতে চান বলেও জানান ফখরুল। তিনি বলেন, “প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হোক—এটাই এখন জনগণের প্রত্যাশা।”
স্মরণসভায় আরও বক্তব্য দেন এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।