ফুটবলে আবারও মুখোমুখি বাংলাদেশ-ভারত—তাও আবার ঢাকার মাঠে, দীর্ঘ ৭ বছর পর। আজ রাত ৮টায়, ঢাকার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ারা।
ঘরের মাঠে পূর্ণ তিন পয়েন্টের আশায় দলকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। ম্যাচটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ভারতের কোচও।
সম্প্রতি নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে শেষ মুহূর্তের গোল হজম করে পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ। শুধু নেপাল নয়, সিঙ্গাপুর ও হংকংয়ের বিরুদ্ধেও শেষ দিকে গোল খেয়ে হতাশ হতে হয়েছে লাল-সবুজদের। ডিফেন্সে দুর্বলতা, আক্রমণে ফিনিশিংয়ের ঘাটতি—সব মিলিয়ে ভুগছে দল। ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার কমতিও স্পষ্ট হয়ে উঠেছে খেলার মাঠে।
এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ–সি’তে ভারতের মাঠে প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচগুলোতে শেষ পর্যন্ত হতাশ হতে হয় বাংলাদেশকে। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট, ফলে বাছাই পর্ব টপকে যাওয়ার স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতি ২২ বছর পুরোনো।
দক্ষিণ এশীয় ডার্বিকে ঘিরে ফুটবলপ্রেমীদের প্রত্যাশা এবারও আকাশচুম্বী। দলের নতুন তারকা হামজার যোগদানে আক্রমণে গতি ফিরেছে—প্রতি ম্যাচেই গোল পাচ্ছে লাল-সবুজ। জামাল–হামজার দুর্দান্ত রসায়ন এরই মধ্যে দুই গোলে অ্যাসিস্ট তুলে দিয়েছে অধিনায়ক।
এদিকে ভারতের ফুটবলে চলছে অস্থিরতা। দেশের শীর্ষ লিগ—আইএসএল—অনির্দিষ্টকালের জন্য স্থগিত। ফলে অনেক খেলোয়াড়ই প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে। বাংলাদেশের মতোই ৪ ম্যাচে ২ পয়েন্ট ভারতের, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় অবস্থান চতুর্থ। তাই বাংলাদেশ ম্যাচকে ‘জিততেই হবে’—এমন লক্ষ্যেই নেমে পড়ছে ভারত, তবে লড়াই হবে কঠিন—ম্যাচের আগেই স্বীকার তাদের কোচ।
বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে ভারতকে হারাতে পারলে ফিফা র্যাংকিং উন্নতি এবং গ্রুপ–সি’তে তৃতীয় স্থান নিশ্চিতদুটি সুখবরই পেতে পারে বাংলাদেশ।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে