স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলের বাইরে থাকলেও মাঠে সময় কাটছে ব্যস্ততায়। একের পর এক ফ্র্যাঞ্চাইজি লিগে চুক্তিবদ্ধ হয়ে সাকিব আল হাসান এখন বিশ্বের নানা প্রান্তে ক্রিকেট খেলছেন। সর্বশেষ কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শেষ করে ফের যোগ দিয়েছেন আরও তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগে।
টি-১০ লিগে নতুন দলে সাকিব
আসন্ন আবুধাবি টি-১০ লিগে খেলবেন রয়্যাল চ্যাম্পস দলের হয়ে। এই টুর্নামেন্টে এর আগে বাংলা টাইগার্সের হয়েও খেলেছেন তিনি। এবার নতুন দল বেছে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। রয়্যাল চ্যাম্পসের দলে তাঁর সতীর্থ হিসেবে থাকবেন জেসন রয়, অ্যাঞ্জেলো ম্যাথুস প্রমুখ।
এই লিগটি শুরু হবে ১৮ নভেম্বর থেকে।
এক ইনস্টাগ্রাম পোস্টে রয়্যাল চ্যাম্পস লিখেছে:
“গ্লোবাল লিজেন্ড অ্যালার্ট! সাকিব আল হাসান এখন রয়্যাল চ্যাম্পস পরিবারে। একজন সত্যিকারের অলরাউন্ডার, ম্যাচ উইনার—তিনি এখন টি–টেন লিগের সদস্য।”
যুক্তরাষ্ট্রে গ্লোবাল ক্রিকেট লিগে সাকিব
একই দিনে সাকিব নিশ্চিত করেছেন, তিনি খেলবেন গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ–তে। সেখানে হিউস্টন রাইডার্স দলের হয়ে মাঠে নামবেন তিনি।
এই লিগে খেলবেন আরও একঝাঁক তারকা—মোহাম্মদ আমির, আন্দ্রে ফ্লেচার, ইমাদ ওয়াসিম, মার্টিন গাপটিল, ইমরান তাহির প্রমুখ।
লিগটি অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর, যুক্তরাষ্ট্রের হিউস্টনে।
শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগেও খেলবেন
ভারতের শ্রীনগরে অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে (IHPL) খেলবেন সাকিব।
এক ভিডিও বার্তায় সাকিব নিজেই এই খবর নিশ্চিত করেছেন।
লিগটি শুরু হবে ২৫ অক্টোবর থেকে, চলবে ৮ নভেম্বর পর্যন্ত। খেলা হবে শ্রীনগরের বকশী স্টেডিয়ামে।
এই লিগেও থাকছেন বড় তারকারা—ক্রিস গেইল, শন মার্শ সহ আরও অনেকে।
🌍 ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বিশ্বভ্রমণ সাকিবের
জাতীয় দলের বাইরে থাকায় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেই এখন ব্যস্ত সাকিব। এর আগে তিনি খেলেছেন:
- পাকিস্তান সুপার লিগ (PSL)
- গ্লোবাল টি-২০ দক্ষিণ আফ্রিকা (GSA)
- ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)
- মাইনর লিগ ক্রিকেট, যুক্তরাষ্ট্র
- সুপার সিক্সটি, কানাডা