বিশেষ প্রতিবেদক
ঢাকা | ১৫ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মন্তব্য ও সমালোচনার বিষয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ‘উপদেষ্টাদের নিয়ে যেমন সমালোচনা হচ্ছে, রাজনৈতিক দলেরও উচিত একই ধরনের কথা তাদের সম্পর্কে বললে তা সহ্য করার মানসিকতা রাখা।’ তিনি এসব মন্তব্যকে গণতান্ত্রিক উত্তরণ হিসেবে দেখছেন।
আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল এ মন্তব্য করেন।
সম্প্রতি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলটির নেতাদের অভিযোগ, এসব উপদেষ্টার বক্তব্য ও প্রশাসনিক পদক্ষেপে পক্ষপাতিত্বের আভাস পাওয়া যাচ্ছে, যা সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করছে। এছাড়া জামায়াতে ইসলামীর এক শীর্ষ নেতা দাবি করেছেন, কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত এবং এ বিষয়ে তাদের কাছে নাম ও কণ্ঠ রেকর্ড রয়েছে।
এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘‘আমার কাছে মনে হয়, এটা একটা উত্তরণ হয়েছে। আগে দেখতাম, সরকারের লোকেরা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে হুমকি দিতেন। এখন উল্টো উপদেষ্টাদের বিরুদ্ধে যেভাবে সমালোচনা ও হুমকি আসছে, সেটা একটা গণতান্ত্রিক চর্চার লক্ষণ। তবে একই সঙ্গে রাজনৈতিক দলেরও উচিত হবে—যদি তাদের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য আসে, তাহলে সেটাও সহ্য করার মানসিকতা থাকা।’’
জুলাই সনদ প্রসঙ্গেও আশাবাদ
জুলাই সনদে সব রাজনৈতিক দল সই করবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলো যে নিষ্ঠার সঙ্গে পুরো আলোচনায় অংশ নিয়েছে, তাতে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘‘জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে সই হচ্ছে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে নয়। আমি বিশ্বাস করি, সবাই সই করবে।’’
সুপ্রিম কোর্ট সচিবালয় আইন নিয়ে অগ্রগতি
বিচার বিভাগ সংস্কার নিয়ে প্রশ্নে তিনি জানান, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় গঠনের উদ্যোগের বিষয়ে আইন মন্ত্রণালয় কাজ করছে। ‘‘বিচার বিভাগ সংস্কার কমিশন ও প্রধান বিচারপতির ভাবনায় এই প্রস্তাব রয়েছে। আইনটির খসড়া আগামী কয়েক সপ্তাহের মধ্যে উপদেষ্টা পরিষদে উপস্থাপন করা হবে। উপদেষ্টা পরিষদ অনুমোদন দিলে তা বাস্তবায়ন সম্ভব হবে,’’ বলেন আসিফ নজরুল।
নির্বাচন নিয়ে দৃঢ় অবস্থান
জাতীয় নির্বাচন সময়মতো হবে কি না, এমন শঙ্কা সম্পর্কে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, ‘‘আমরা অত্যন্ত দৃঢ়ভাবে বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বিতীয় চিন্তা আমাদের নেই।’’