North Korea's President of the Supreme People's Assembly Kim Yong Nam (L) arrives at Miraflores Palace to have a meeting with Venezuela's President Nicolas Maduro in Caracas, Venezuela November 27, 2018. REUTERS/Marco Bello

উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর কোরিয়ার সাবেক মনোনীত রাষ্ট্রপ্রধান ও কিম পরিবারের ঘনিষ্ঠ সহযোগী কিম ইয়ং ন্যাম আর নেই। ক্যান্সারজনিত জটিলতায় সোমবার তিনি মৃ*ত্যুবরণ করেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। মৃ*ত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর

দীর্ঘ প্রায় দুই দশক ধরে কিম ইয়ং ন্যাম উত্তর কোরিয়ার সংসদ সুপ্রিম পিপলস অ্যাসেম্বলি-এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। আনুষ্ঠানিকভাবে তিনি দেশটির রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করলেও, প্রকৃত ক্ষমতা সবসময়ই কিম পরিবারের হাতেই ছিল।

কেসিএনএ এক বিবৃতিতে জানায়,

“কমরেড কিম ইয়ং ন্যাম পার্টি ও দেশের উন্নয়নে অসাধারণ অবদান রেখে ৯৭ বছর বয়সে তার মহৎ জীবন শেষ করেছেন।”

মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার মৃতদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার শেষকৃত্য বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

কিম ইয়ং নাম ছিলেন একজন শক্তিশালী বক্তা এবং প্রভাবশালী প্রচারক হিসেবে পরিচিত। রাষ্ট্রীয় অনুষ্ঠানে তাকে প্রায়ই বিদেশি প্রতিনিধিদের স্বাগত জানাতে দেখা যেত। তিনি ১৯৯৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন।

২০১৮ সালে কিম ইয়ং ন্যাম কিম জং উনের বোন কিম ইয়ো জংকে সঙ্গে নিয়ে দক্ষিণ কোরিয়ার পিয়ংচাং শীতকালীন অলিম্পিকে অংশ নেন—যা দুই কোরিয়ার সম্পর্কের ক্ষেত্রে এক বিরল উষ্ণতা তৈরি করেছিল।

রাজনীতিতে প্রবেশের আগে তিনি পড়াশোনা করেন পিয়ংইয়ং বিশ্ববিদ্যালয় এবং মস্কো স্টেট ইউনিভার্সিটিতে। ২০১৯ সালে বয়সজনিত কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে চো রিয়ং হে-কে সংসদের নতুন প্রধান করা হয়।

Check Also

এক লাখের বেশি ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এক বছরে এক লাখের বেশি ভিসা বাতিল …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।