ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম সেক্টরে একটি ছয়তলা আবাসিক ভবনে আগুনের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুনের সূত্রপাত ঘটেছে দোতলার ডাইনিং রুম থেকে। এই অগ্নিকাণ্ডে শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত হয়েছেন। ধোঁয়ায় সাতজন অচেতন হয়ে পড়েছিলেন, তারা বর্তমানে সুস্থ।
ঘটনা ঘটে গত শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ নির্ণয়ের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে প্রধান করে গঠিত কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চল-৩-এর উপসহকারী পরিচালক মো. আবদুল মান্নান জানান, দোতলা ও তিনতলার ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকতেন ভবনমালিক জুয়েল মোল্লা। দোতলার ডাইনিং রুমে আগুন লাগার কারণে ওই কক্ষে থাকা জিনিসপত্র সম্পূর্ণ পুড়ে গেছে। রান্নাঘর কম ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে কাঠের সিঁড়ি থাকার কারণে আগুন দ্রুত তিনতলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, আগুনের সময় ভবনমালিক ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। পরিবারের অন্যান্য সদস্য দ্রুত বেরিয়ে যান। তবে পঞ্চম এবং ষষ্ঠ তলার কিছু বাসিন্দা ছাদে ওঠার চেষ্টা করেন। ছাদের গেট তালাবদ্ধ থাকায় তারা ফের বাসায় প্রবেশ করেন, কিন্তু ধোঁয়ার কারণে অচেতন হয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ ব্যবহার করে ছাদে ওঠে মোট ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। চিকিৎসকরা ফজলে রাব্বি ও হারেছ উদ্দিনের পরিবারের তিনজন করে মোট ছয়জনকে মৃত ঘোষণা করেন, বাকিরা সুস্থ হয়েছেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানিয়েছেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ বা মামলা করা হয়নি। তবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও তদন্তকারী কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেছেন এবং বাসার নিরাপত্তাকর্মীসহ আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে