ইসরায়েল ১২ জন ফিলিস্তিনি বন্দীকে অধিকৃত পশ্চিম তীরে ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিল; তবে এখন তাদের মুক্তি না দিয়ে নির্বাসন (ডিপোর্টেশন) করার কথা বলা হচ্ছে। গত রোববার রাতে এ খবর বন্দীদের পরিবারের সদস্যদের পৌঁছে দেওয়া হয়।
আল-জাজিরার জর্ডান ভিত্তিক প্রতিবেদক নুর ওদে জানান, যারা আগেই জানতেন যে তাদের সন্তানদের নির্বাসনে পাঠানো হবে, তারা অধিকৃত পশ্চিম তীর ছেড়ে যেতে চেষ্টা করলে ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের অনুমতি দেননি। ফলে, একটি আবেগঘন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল এখনও স্পষ্ট করে জানায়নি কখন গাজার বন্দীদের মুক্তি দেবে এবং কারা কোন প্রক্রিয়ায় ছাড়া পাবে—এপ্রিল বা কোনো নির্ধারিত তারিখ নেই।
একই সময়ে, আল-জাজিরার রিপোর্টে বলা হয়েছে যে সাতজন ইসরায়েলি বন্দী মুক্তি পেয়েছেন এবং রেড ক্রস গাড়ির মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের অবস্থা মোটামুটি ভালো, হাঁটতে সক্ষম এবং চিকিৎসার প্রয়োজন নেই।