শরীয়তপুরের জাজিরায় মা ইলিশ রক্ষায় জারি করা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ কেনার সময় ৫ জন ক্রেতাকে আটক করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ অক্টোবর) সকালে জাজিরার পদ্মা নদীসংলগ্ন কাজীর মোড়, পৈলান মোল্লা কান্দি ও বড়কান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মূল ঘটনা:
আটককৃতরা নিষিদ্ধ সময়সীমায় নদীর পাড়ে জেলেদের কাছ থেকে ইলিশ কিনছিলেন।
অভিযানে ২০ কেজি ইলিশ মাছ ও বিভিন্ন জাল জব্দ করা হয়।
মাছগুলো দুটি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
জব্দ করা জাল পুড়িয়ে ফেলা হয়।
আইনি ব্যবস্থা:
আটককৃত ৫ জন ক্রেতাকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মোট অর্থদণ্ডের পরিমাণ: ২৫ হাজার টাকা।
প্রশাসনের বক্তব্য:
জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাবেরী রায় বলেন,
“নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা, বিক্রি, সংরক্ষণ ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযান অব্যাহত থাকবে।”