ইতিহাস গড়া তাইজুলকে নিয়ে যা বললেন সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ওপেনার পল স্টার্লিংকে আউট করে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় শীর্ষে উঠে এসেছেন তাইজুল ইসলাম। সেই ঐতিহাসিক মুহূর্তে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে যান এই বাঁহাতি স্পিনার।

২০১৪ সালে টেস্ট অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফরম্যান্সে তাইজুল হয়ে ওঠেন বাংলাদেশের অন্যতম ভরসা। সাকিবের অবসরের পর ঘরের মাঠে মূল বোলারের দায়িত্বও তিনি সাফল্যের সঙ্গে পালন করে আসছেন।

ইতিহাস গড়ার পর তাইজুলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে সাকিব লেখেন—

“অভিনন্দন তাইজুল। যখন তুমি ক্যারিয়ার শেষ করবে, তোমার নামের পাশে ৪০০ উইকেট দেখতে পারি। শুভকামনা।”

সাকিব টেস্ট খেলেছেন ৭১টি। তার চেয়ে ১৪টি ম্যাচ কম খেলেই তাইজুল রেকর্ডটি নিজের করে নিয়েছেন। সামনে উইকেট সংখ্যা আরও বাড়বে—এ বিষয়ে সন্দেহ নেই ক্রিকেটবিশ্লেষকদেরও। ৪০০ উইকেটের লক্ষ্য তাইজুলের জন্য এখন এক বাস্তব সম্ভাবনা।

Check Also

বাংলাদেশ ইস্যুতে আইসিসির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ দুই সাবেক ক্রিকেট তারকার

দীর্ঘ টানাপোড়েনের পর টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।