আর্জেন্টিনা জাতীয় দলের তরুণ তারকা হুলিয়ান আলভারেজ। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিত খেলেন। তবে একটি বিষয় সবাইকে অবাক করে—তার শরীরে নেই কোনও ট্যাটু।
ফুটবল দুনিয়ায় ট্রেন্ড এখন ট্যাটু। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়ের শরীরেই দেখা যায় ট্যাটুর ছোঁয়া। কিন্তু আলভারেজ সাক্ষাৎকারে জানিয়েছেন, ছোটবেলা থেকেই তার বাবা তাকে ট্যাটু করতে বারণ করেছেন। পরিবারের সেই শিক্ষাই এখনো ধরে রেখেছেন তিনি।
আলভারেজ বলেন, জাতীয় দলের অনুশীলনে একসময় একজন তাকে বলেছিলেন—“দেখলাম তুমি ছাড়া প্রায় সবার শরীরেই ট্যাটু আছে!” তখনই তিনি নিজেই বুঝতে পারেন, তিনি আলাদা।
ফুটবল মাঠে প্রতিভা আর পরিশ্রম দিয়েই নিজেকে তুলে ধরতে চান আলভারেজ। বাহুল্য বা ট্রেন্ড ফলো করার চেয়ে তিনি বিশ্বাস করেন, ক্লিন ক্যারেক্টার আর পরিবারিক মূল্যবোধই তার বড় শক্তি।
অনেকেই ভাবতেন, হয়তো ভবিষ্যতে তিনি ট্যাটু করাবেন। কিন্তু আলভারেজ এখনো বলছেন— ট্যাটু করার কোনও পরিকল্পনা নেই তার।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে