অনলাইন ডেস্ক | ০৯ নভেম্বর ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) আরও ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন দিয়েছে। শনিবার ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিবন্ধিত সংস্থাগুলোর বিষয়ে দাবি, আপত্তি বা অভিযোগ থাকলে তা আগামী ২৭ নভেম্বরের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে জানাতে হবে। এতে উল্লেখ করা হয়েছে যে, আবেদনসমূহ নির্দিষ্ট নীতিমালার ৪.৪(ক) অনুচ্ছেদের আলোকে যাচাই-বাছাই করা হয়েছে।
এর আগে, গত ৬ নভেম্বর ইসি ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এখন এই ১৬টি সংস্থার অন্তর্ভুক্তির মাধ্যমে মোট ৮২টি দেশি পর্যবেক্ষক সংস্থা আসন্ন নির্বাচনে মনিটরিং কার্যক্রমে অংশগ্রহণ করবে।
নিবন্ধনপ্রাপ্ত সংস্থাগুলোর লক্ষ্য হচ্ছে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা। নির্বাচন কমিশন আশা করছে, এই পর্যবেক্ষক সংস্থাগুলো জনগণ ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অন্যান্য পক্ষকে তথ্য সরবরাহে সহায়তা করবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে