স্টাফ রিপোর্টার | ঢাকা | ৮ অক্টোবর ২০২৫
রাজধানীর জুরাইনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজা-এর ওপর হামলার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র বলছে, চাঁদা দাবির প্রতিবাদ করায় তাকে মারধর করে একদল বখাটে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে, জুরাইন সেতু মার্কেটের সামনে। প্রত্যক্ষদর্শীদের মতে, সন্ত্রাসীরা এক রিকশাচালকের কাছে চাঁদা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এ সময় রিকশাচালককে মারধরের ঘটনায় প্রতিবাদ করতে এগিয়ে গেলে আমির হামজার ওপর হামলা চালানো হয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে।
স্থানীয়রা আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান
ঘটনার পর স্থানীয়রা মুফতি আমির হামজাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “চাঁদা দাবি, সাধারণ মানুষের ওপর হামলা এবং এরপর একজন আলেমের ওপর সন্ত্রাসী হামলা — এটা পূর্বপরিকল্পিত এবং অশুভ রাজনৈতিক চক্রান্তের অংশ।”
দলীয় নিন্দা ও রাজনৈতিক প্রতিক্রিয়া
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী এক বিবৃতিতে বলেন,
“ফ্যাসিবাদের পতনের পর দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। এখনই রুখে না দাঁড়ালে দেশকে চরম অস্থিতিশীল করে তুলবে। এই হামলার পেছনে একটি বিশেষ রাজনৈতিক দলের সন্ত্রাসী চক্র জড়িত।”
তিনি প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
থানায় মামলা
এ ঘটনায় শ্যামপুর থানায় মঙ্গলবার রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাওলানা মাদানী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।