‘আমার পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার অপেক্ষায় আছি’ — পরী মণি

অবশেষে মুক্তির অপেক্ষা শেষ হতে চলেছে পরী মণি অভিনীত সরকারি অনুদানের ছবি ‘ডোডোর গল্প’। সিনেমাটির মুক্তি সামনে রেখে এক প্রচারণা অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করলেন এই জনপ্রিয় অভিনেত্রী।

পরী মণি জানালেন, ছবিতে বয়সের একটি দীর্ঘ জার্নি দেখানো হয়েছে— টিনেজ থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত। নিজের এই বয়স্ক লুক নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিতও।

“আমি মনে হয় ৫০ বছরের ওপরেও যেই লুকটা হয়, সেরকম একটা লুক দিয়েছি। আমি ওই পঞ্চাশ বছর বয়সী লুকটা দেখার জন্যই বেশি অপেক্ষা করছি,” বলেন পরী মণি।

সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহও ছুঁয়ে গেছে তাকে। হাসিমুখে পরী বলেন,

“ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা যে আপনাদের হাত ধরে শুরু হয়েছে, এটা আমার জন্য দারুণ।”

‘ডোডোর গল্প’-এর শুটিং শেষ হয়েছিল দুই বছর আগে। কিন্তু পরীর কাছে এটি এখনো জীবনের বিশেষ একটি অধ্যায়।

“এই ছবির অভিজ্ঞতা আমার কাছে লাইফটাইম এক্সপেরিয়েন্স। কাজটা শেষ হলেও এর স্মৃতি সব সময় আমার সঙ্গে থাকবে,” বলেন তিনি।

তবে গল্পের বিষয়ে খুব বেশি কিছু এখনই জানাতে চাননি অভিনেত্রী। সংবাদ সম্মেলনে রহস্য রেখে তিনি বলেন,

“প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করিয়েন না, তাহলে আমি অনেক কিছু বলে ফেলব।”

পরী মণির অভিনীত ‘ডোডোর গল্প’ শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ভক্তদের জন্য এটি হতে পারে নতুন এক পরীর দেখা পাওয়ার সুযোগ।

Check Also

রুপালি পর্দায় নতুন রসায়ন: রবীন্দ্রনাথের ‘শাস্তি’তে প্রথমবার মুখোমুখি চঞ্চল–পরী

বাংলা সিনেমায় নতুন এক চমক নিয়ে আসতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’। এই সিনেমার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।