আমাকে ৩টি মৃ*ত্যুদণ্ডের রায় দিয়েও হাসিনার শখ মেটেনি : লুৎফুজ্জামান বাবর

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, “আমাকে তিনটি মৃত্যুদণ্ড ও তিনটি যাবজ্জীবন সাজা দিয়েও শেখ হাসিনার শখ মেটেনি। আরও বহু মিথ্যা মামলা দিয়ে আমাকে নির্যাতন করা হয়েছে। আর এক বছর সময় পেলে হয়তো ফাঁসিতেই ঝুলিয়ে দিত।”

শনিবার (২২ নভেম্বর) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথসভায় এসব বক্তব্য দেন তিনি।

বাবর বলেন, “শেখ হাসিনা যা চেয়েছিল তা আমি করিনি। বিভিন্ন সময় মন্ত্রীসহ অনেকেই আমার কাছে যেত, কিন্তু তাদের কথায় সাড়া দিইনি। কথায় আছে— ‘রাখে আল্লাহ মারে কে’। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া–ভালোবাসায় আমি আবার আপনাদের মাঝে ফিরে এসেছি।”

বিএনপির আদর্শের প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শ নিয়ে কাজ করছেন এবং নির্বাচনী এলাকার বেকারত্ব দূর করে অর্থনৈতিক সমৃদ্ধি আনাই তাঁর প্রধান লক্ষ্য। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন তিনি।

সমাজ সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বাবর আরও বলেন, “সমাজকে গড়তে হলে আগে মাদক ও জুয়া বন্ধ করতে হবে। আমার এলাকায় কোনো মাদকাসক্ত বা কারবারি দেখতে চাই না। কাউকে দেখলে পুলিশের হাতে তুলে দেবেন। কেউ তদবির করতে এলে তাকেও আগে ধরবেন—কোনো ছাড় দেবেন না।”

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।