আবারও বাংলাদেশে আসছে পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’

পাকিস্তানের জনপ্রিয় সেমি ক্ল্যাসিক্যাল ব্যান্ড ‘কাবিশ’ আবারও বাংলাদেশে আসছে। আগামী ডিসেম্বর মাসে ঢাকার একটি জনপ্রিয় লোকেশনে তাদের কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজন করছে প্রাইম ওয়েভ কমিউনিকেশন।

আয়োজকদের পক্ষ থেকে ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়েছে কনসার্টের প্রচারণা। জানা গেছে, চলতি মাসের মধ্যেই অনলাইনে টিকিট বিক্রিও শুরু হবে।

এর আগে ব্যান্ডটি চলতি বছরের শুরুতে রাজধানীর সেনাপ্রাঙ্গণে ‘ঢাকা ড্রিমস: কাবিশ লাইভ ইন কনসার্ট’ শিরোনামে পারফর্ম করে। সে আয়োজনটি করেছিল ব্লু ব্রিক কমিউনিকেশনস।

‘কাবিশ’ ব্যান্ডটি ১৯৯৮ সালে গঠন করেন জাফর জাইদি ও মাজ মওদুদ। প্রতিষ্ঠার পর থেকেই ব্যান্ডটি তাদের সেমি ক্ল্যাসিক্যাল ঘরানার সংগীত দিয়ে পাকিস্তান ছাড়াও ভারত ও বাংলাদেশের সংগীতপ্রেমীদের মন জয় করেছে।

‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’সহ একাধিক জনপ্রিয় গানের জন্য শ্রোতাদের কাছে বিশেষভাবে পরিচিত ‘কাবিশ’। এবারও তাদের সুরের জাদুতে মাতবে ঢাকার সংগীতপ্রেমীরা—এমনটাই আশা আয়োজকদের।

Check Also

রুপালি পর্দায় নতুন রসায়ন: রবীন্দ্রনাথের ‘শাস্তি’তে প্রথমবার মুখোমুখি চঞ্চল–পরী

বাংলা সিনেমায় নতুন এক চমক নিয়ে আসতে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’। এই সিনেমার …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।