আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আজ (৮ অক্টোবর) শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে, যা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। সিরিজের লক্ষ্য স্পষ্ট—জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ দল।
সদ্যই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের ধারাবাহিকতায় আফগানদের পরাজিত করেছে বাংলাদেশ, এর আগে হারিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে। প্রতিটি ম্যাচেই রান তাড়া করে জয় পেয়েছে টাইগাররা, যেখানে প্রথম ম্যাচ ৪ উইকেটে, দ্বিতীয় ম্যাচ ২ উইকেটে এবং শেষ ম্যাচ ৬ উইকেটে জয় এসেছে।
টি-টোয়েন্টির সেই সাফল্য ওয়ানডে ফরম্যাটেও ধরে রাখতে চায় বাংলাদেশ। যদিও ওয়ানডে সংস্করণে আফগানিস্তান তুলনামূলকভাবে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিপক্ষ হিসেবে পরিচিত। দুই দলের মধ্যকার এখন পর্যন্ত ১৯টি ওয়ানডে ম্যাচে ১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ, বাকি ৮টি জিতেছে আফগানিস্তান। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল আফগানরা।
তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্স ছিল মিশ্র। আফগানিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে হারের পর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় দলটি। ফলে আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজটি বাংলাদেশ দলের জন্য শুধু প্রতিশোধ নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ।