আজ দেখা যাবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল সুপারমুন


রাতের আকাশ আজ আলোকোজ্জ্বল হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ—যাকে জ্যোতির্বিজ্ঞানীরা বলেন সুপারমুন। ২০২৫ সালের তিনটি ধারাবাহিক সুপারমুনের মধ্যে আজকেরটি দ্বিতীয়। এই বিশেষ পূর্ণিমা রাতের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলবে যুক্তরাজ্যে উদযাপিত ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’—যেখানে আলো, ঝলক ও রঙের উৎসবে মেতে উঠবে শহরজুড়ে মানুষ।

চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘুরতে ঘুরতে সবচেয়ে কাছাকাছি অবস্থানে থেকে পূর্ণিমার আলো ছড়ায়, তখন সেটি স্বাভাবিকের চেয়ে বেশি বড় ও উজ্জ্বল দেখা যায়। বিজ্ঞানীরা একে বলেন ‘পেরিজি ফেজ’, যখন চাঁদ পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল দূরে অবস্থান করে। অন্যদিকে সবচেয়ে দূরের অবস্থান, অর্থাৎ ‘অ্যাপোজি’ তে, এই দূরত্ব বেড়ে হয় প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল

আকাশ পর্যবেক্ষকদের মতে, আজকের রাতটি হবে আলো ও মায়ার মিশেল—যদি আবহাওয়া পরিষ্কার থাকে। তাই চাঁদ দেখার সেরা অভিজ্ঞতার জন্য আকাশ স্বচ্ছ থাকবে এমন জায়গা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১৯৭৯ সালে জ্যোতিষী রিচার্ড নোল প্রথম ‘সুপারমুন’ শব্দটি ব্যবহার করেন, যখন পূর্ণিমা চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে। তখন এটি সাধারণ পূর্ণিমার তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখায়।

নভেম্বরের এই সুপারমুনকে বলা হচ্ছে ‘বিভার মুন’। উত্তর আমেরিকার আদিবাসী গোত্র ও প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে নভেম্বর মাসে বিভারদের ব্যস্ততা থেকেই এই নামের উৎপত্তি। এই সময় তারা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য সংগ্রহে ব্যস্ত থাকে। ইতিহাসে জানা যায়, ১৬০০ শতকে যুক্তরাজ্যে বিভার শিকারের প্রচলন ছিল, যার ফলে প্রজাতিটি দেশ থেকে বিলুপ্ত হয়ে যায়।

এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর, যা ২০২৫ সালের মহাজাগতিক ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ হয়ে থাকবে।


সূত্র: দ্য গার্ডিয়ান

Check Also

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।