গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো এবং নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের ভোট কারা পাবে—এ প্রশ্নকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে নীরব কিন্তু তীব্র প্রতিযোগিতা। প্রকাশ্যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থক ভোটারদের নিজেদের পক্ষে টানতে কৌশলে মাঠে নেমেছে প্রায় সব বড় রাজনৈতিক দল।
বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ একাধিক দল মনে করছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নীরব সমর্থক ভোট জয়-পরাজয়ে নির্ধারক ভূমিকা রাখতে পারে। সে কারণেই আসনভিত্তিকভাবে ভোট টানার নানা কৌশল নেওয়া হচ্ছে। কোথাও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের দলে ভেড়ানো হচ্ছে, কোথাও মামলা থেকে নিরাপত্তার আশ্বাস দেওয়া হচ্ছে—এমন অভিযোগ রাজনৈতিক মহলে আলোচিত।
অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘যে নির্বাচনে নৌকা নেই, সেই নির্বাচনে ভোট নয়’—এমন বার্তা ছড়ানো হচ্ছে। এতে দলের একটি অংশ ভোট বর্জনের পথে যেতে পারে বলে ধারণা করা হলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগের নীরব সমর্থকদের পুরোপুরি ভোটের বাইরে রাখা সহজ হবে না।
রাজনৈতিক সূত্রগুলোর মতে, আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, তা নির্ভর করবে কয়েকটি বিষয়ের ওপর—প্রার্থীর রাজনৈতিক অবস্থান, স্থানীয় পর্যায়ে ভোটারের সঙ্গে সম্পর্ক, গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে আচরণ এবং কেন্দ্রীয় কোনো নির্দেশনা আছে কি না—এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
বিএনপি ও জামায়াতের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিও বিষয়টি নিয়ে সরব। এনসিপির নেতারা অভিযোগ করছেন, আওয়ামী লীগের ভোট পেতে গিয়ে কিছু দল মামলা প্রত্যাহার বা নিরাপত্তার মতো বিতর্কিত প্রস্তাব দিচ্ছে, যা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে সংখ্যালঘু ভোটারদের আকর্ষণে মনোনয়ন কৌশলেও পরিবর্তন এসেছে। বিএনপি ও জামায়াত উভয় দলই হিন্দু প্রার্থী মনোনয়ন দিয়ে ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগঘনিষ্ঠ ভোটব্যাংক ভাঙার চেষ্টা করছে। জামায়াতের মতো দলেও এবার সংখ্যালঘু প্রতিনিধিত্ব দেখা যাচ্ছে, যা অতীতে বিরল ছিল।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকলেও তাদের ভোট এখনো একটি বড় ফ্যাক্টর। দলটি যদি সংঘবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত না নেয়, তবে বিচ্ছিন্নভাবে দেওয়া এসব ভোট অল্প ব্যবধানে ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
সব মিলিয়ে নির্বাচনের মাঠে আওয়ামী লীগ না থাকলেও তাদের ভোটকে ঘিরেই ঘুরছে রাজনীতির বড় হিসাব—নীরবে, কৌশলে এবং প্রতিযোগিতামূলকভাবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে