বিনোদন ডেস্ক
নতুন বছরের শুরুতেই সংগীতপ্রেমীদের জন্য বড় চমক দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘোষণা দেন, সিনেমায় আর প্লেব্যাক গাইবেন না। অরিজিতের এমন আকস্মিক ঘোষণায় নেটদুনিয়ায় শুরু হয় তীব্র আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে প্রথমবার মুখ খুললেন তাঁর বোন ও সংগীতশিল্পী অমৃতা সিং।
অমৃতা সিং জানান, দাদার এই সিদ্ধান্তের কথা তিনি আগে থেকে জানতেন না। বরং গণমাধ্যমের মাধ্যমেই প্রথম বিষয়টি জানতে পারেন। খবরটি শুনে কিছুটা বিস্মিত হলেও অরিজিতের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ সম্মান রেখেছেন বলে জানান।
প্লেব্যাক গান ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অমৃতা বলেন, “এটা দাদার সিদ্ধান্ত। আমি এই বিষয়ে আর কী-ই বা বলতে পারি? একদিন না একদিন তো সবই ছাড়তে হয়।” তিনি আরও বলেন, তিনি তখন গান রেকর্ডিংয়ে ব্যস্ত থাকায় খবরটির সত্যতা যাচাই করার সুযোগ পাননি।
অমৃতা স্পষ্ট করে জানান, অরিজিতের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে মন্তব্য করাটা তাঁর জন্য শোভন নয় এবং ভবিষ্যতেও তিনি এ ধরনের বিষয়ে কথা বলতে চান না। শিল্পীর জীবনে পরিবর্তন আসাটা স্বাভাবিক বলেও মনে করেন তিনি। তাঁর মতে, একজন শিল্পীর সিদ্ধান্তকে সম্মান করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, অরিজিৎ সিং তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, এখন থেকে আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ করব না।’ এই ঘোষণায় ভক্তরা হতবাক হলেও অনেকেই ধারণা করছেন, এটি হয়তো গলার বিশ্রাম বা সাময়িক বিরতি হতে পারে। তবে এ বিষয়ে অরিজিতের পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি।
গায়ক পরিচয়ের বাইরে অরিজিৎ বর্তমানে পরিচালনায় মনোযোগ দিয়েছেন। তাঁর পরিচালিত প্রথম বাংলা ছবি ‘সা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি একটি হিন্দি ছবির কাজও শুরু করেছেন তিনি। সংগীতজগত থেকে সরে অরিজিৎ কি পুরোপুরি পরিচালকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চলেছেন—সেই প্রশ্নের উত্তর দেবে সময়ই।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে