অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিব নিয়োগ, দায়িত্ব পেলেন এহছানুল হক

বিশেষ প্রতিবেদক | ঢাকা | ১২ অক্টোবর ২০২৫

তিন সপ্তাহ শূন্য থাকার পর অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে মো. এহছানুল হককে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এহছানুল হক এর আগে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এবার তিনিই চুক্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।

গত ২১ সেপ্টেম্বর মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদ থেকে সরিয়ে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের সচিব পদটি শূন্য ছিল, যার প্রভাব পড়ে মাঠ প্রশাসনের বদলি, নিয়োগ ও পদোন্নতির মতো নানা কার্যক্রমে।

এ সময়ে একজন অতিরিক্ত সচিব কেবল রুটিন দায়িত্ব পালন করছিলেন। ফলে প্রশাসনে কাজকর্ম ছিল অনেকটা স্থবির।

সচিবালয় সূত্র জানায়, নির্বাচন সামনে থাকায় সচিব নিয়োগ ঘিরে অভ্যন্তরীণ টানাপোড়েন ছিল। দুটি বড় রাজনৈতিক দলের ঘনিষ্ঠ কর্মকর্তারা নিজ নিজ পছন্দের প্রার্থীকে বসানোর চেষ্টা চালান। কারণ, মাঠ প্রশাসনের বদলি ও পদোন্নতিসহ অনেক কৌশলগত সিদ্ধান্তই আসে এই মন্ত্রণালয় থেকে।

নবনিয়োগপ্রাপ্ত এহছানুল হক ১৯৮২ সালের বিসিএস ব্যাচের কর্মকর্তা। আগেও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বিশ্লেষকদের মতে, এই নিয়োগের মাধ্যমে প্রশাসনিক স্থবিরতা কিছুটা কাটবে এবং নির্বাচনপূর্ব প্রস্তুতিতে গতি আসবে।

Check Also

নির্বাচনী ব্যবস্থায় সততার সংকট, ভোটারদের আস্থার আহ্বান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের নির্বাচনী ব্যবস্থা থেকে …

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।