চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সম্প্রতি বেড়ে যাওয়া ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদককারবার দমনে রাজশাহী বিভাগে পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট-২’ পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতভর পরিচালিত এ অভিযানে মোট ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ১১ জন চিহ্নিত ডাকাত।
অভিযানে উদ্ধার:
- একটি রামদা
- একটি লোহার ছুরি
- চারটি হাসুয়া
- একটি ইলেকট্রিক করাত
- ৮টি লোহার রড
- ১০০ পিস ট্যাপেন্ডাডল
- ৪৬ লিটার চোলাই মদ
- ২০ পিস ইয়াবা
- ৪৫০ গ্রাম গাঁজা
অভিযান কোথায় পরিচালিত হয়
একই সময়ে রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় চিরুনি অভিযান চালানো হয়। রাজশাহী রেঞ্জের নেতৃত্বে দুই জেলায় মোট ২৫০ পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।
গ্রেপ্তার:
- চাঁপাইনবাবগঞ্জ: ৪১ জন
- নওগাঁ: ২৩ জন
- পোরশা: ১৪
- নিয়ামতপুর: ৯
- নওগাঁ সদর: ২
গ্রেপ্তারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক চিহ্নিত ডাকাত ও মাদক ব্যবসায়ী রয়েছে।
কর্তৃপক্ষের বক্তব্য
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম রেজা বলেন, রাতভর বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে।
নওগাঁ পুলিশ জানায়, বিভিন্ন এলাকায় চেকপোস্ট, বাড়ি-বাড়ি তল্লাশি এবং অপরাধপ্রবণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।
নওগাঁর এসপি মোহাম্মদ শফিউল সারোয়ার বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, প্রয়োজন হলে পুরো বিভাগজুড়ে আরও বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
kalchitro.com সত্য প্রকাশে সবার আগে প্রতি মুহূর্তে